ঢাকা, শনিবার   ০৪ মে ২০২৪

আজ রাষ্ট্রপতির সঙ্গে ইসির সাক্ষাৎ 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৩৪, ৩১ অক্টোবর ২০১৮ | আপডেট: ০৮:২১, ১ নভেম্বর ২০১৮

আসন্ন নির্বাচন নিয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে আজ বৃহস্পতিবার (১ নভেম্বর) সাক্ষাৎ করবে নির্বাচন কমিশন (ইসি)। এ দিন বিকেল ৪টায় রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবে কমিশন। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পর জাতীয় সংসদ নির্বাচনের তফসিলের দিনক্ষণ নির্ধারণ করবে সাংবিধানিক প্রতিষ্ঠানটি।    

জানা যায়, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার নেতৃত্বে অন্যান্য কমিশনার ছাড়াও ইসি সচিব হেলালুদ্দীন আহমদ বৈঠকে উপস্থিত থাকবেন।  

এর আগে ইসি সচিব জানান, রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পর আরেকটি কমিশন সভায় তফসিল চূড়ান্ত হবে।

৩০ অক্টোবর থেকে সংসদ নির্বাচনের দিনক্ষণ গণনা শুরু হয়েছে। এই দিন থেকে আগামী ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে। তবে বুধবার নির্বাচন কমিশন সচিব জানান, নভেম্বরের প্রথম সপ্তাহে সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

এসি  

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি